ফরাসী চলচ্চিত্র পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
এবার ফ্রান্সের এক সুপরিচিত চলচ্চিত্র পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। প্যারিসের পুলিশ এই ঘটনার তদন্ত করছে। শুক্রবার প্যারিসের পুলিশ স্টেশনে এক অভিনেত্রী লুক বেসোনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। খবর বিবিসি।
এএফপিকে ওই চলচ্চিত্র পরিচালকের আইনজীবী থিয়েরি মারেমবার্ট জানিয়েছেন, এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন লুক বেসোন। তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হলেও তিনি ওই নারীর সঙ্গে কখনও খারাপ আচরণ করেননি বলে দাবি করা হয়েছে।
বেসোন (৫৯) একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার। তিনি ১৯৮৮ সালে লা গ্র্যান্ড ব্লিউ, লিওন, সাবওয়ে, দ্য ফিফথ এলিমেন্ট এবং অ্যাকশন থ্রিলার মুভি নিকিটার পরিচালনার মধ্য দিয়ে জনপ্রিয়তা পান।
টিটিএন/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ফেসবুক ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য সংগ্রহ, মেটাকে জরিমানা
- ২ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: এক নজরে দুই প্রার্থী
- ৩ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ৪ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৫ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?