ব্রিটিশ প্রিন্সের বিয়ে : অনুষ্ঠানস্থলে অতিথিদের সমাগম
ব্রিটিশ প্রিন্স হ্যারি ও মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে শুরু করেছেন প্রবীণ ও তারকা অতিথিরা। শনিবার উইন্ডসর ক্যাসেলে নতুন বন্ধনে আবদ্ধ হবেন হ্যারি ও মেগান।
৬০০ অতিথির মধ্যে রয়েছেন মার্কিন জনপ্রিয় উপস্থাপিকা অপরাহ উইনফ্রে, জর্জ ও আমাল ক্লুনি, ডেভিড ভিক্টরিয়া বেকহাম এবং এল্টন জন। সেন্ট জর্জ চ্যাপেলে স্থানীয় সময় দুপুরে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। বিয়ের আগে ঘোড়ায় চড়ে শহরে ঘুরে বেড়াবেন হ্যারি ও মেগান।
ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ ইতোমধ্যে প্রিন্স হ্যারিকে ডিউক অব সাসেক্স এবং মার্কেলকে ডাচেস অব সাসেক্স ঘোষণা দিয়েছেন।
ব্রিটিশ রাজপরিবারের ষষ্ঠ উত্তরাধিকারী পিন্স হ্যারি। এদিকে, হাজার হাজার শুভানুধ্যায়ী উইন্ডসরে পৌঁছেছেন। রাজপরিবারের অন্তর্ভূক্ত হতে যাওয়া মার্কিন অভিনেত্রীর সঙ্গে প্রিন্স হ্যারিকে দেখার জন্য রাত থেকে শত শত মানুষ উইন্ডসরে জড়ো হয়েছেন।
সেন্ট জর্জ চ্যাপেলে আর্চবিশপ জাস্টিন ওয়েলবি বিয়ের শপথ পড়াবেন। এতে উপস্থিথ থাকবেন প্রায় ৬০০ অতিথি। অনুষ্ঠানে ইতোমধ্যে প্রিন্স হ্যারির চাচা আর্ল স্পেনসার, পিপা মিডলটন, সংগীত শিল্পী জেমস ব্লান্ট, অভিনেতা মুলিগান ও রাগবি তারকা জনি উইলকিনসন উপস্থিত হয়েছেন।
বহুল কাঙ্ক্ষিত ব্রিটিশ প্রিন্সের এই বিয়ের অনুষ্ঠান বিশ্বের লাখ লাখ মানুষ টেলিভিশনে দেখবেন।
এসআইএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার