ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পুতিন-মেরকেল আলোচনায় শীর্ষ ইস্যু ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:১০ পিএম, ১৯ মে ২০১৮

শুক্রবার রাশিয়ার কৃষ্ণসাগর সংলগ্ন শহর সোচিতে পৌঁছান জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। সেখানেই তার সঙ্গে দেখা হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।

আর বিশ্বের প্রভাবশালী এ দুই নেতার বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার সিন্ধান্ত। এ নিষেধাজ্ঞার কারণে জার্মানি ও রাশিয়াতে ব্যবসা করছে- এমন যেসব প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়বে সেসব প্রতিষ্ঠান নিয়ে তাদের মধ্যে আলাপ হয়।

বছরখানেক আগে ২০১৭ সালেও রাশিয়া সফর করেছিলেন মেরকেল। এবারের সফরে মেরকেলকে ফুল হাতে স্বাগত জানান পুতিন।

দুই নেতার মধ্যে আলোচনার বহু বিষয়বস্তু থাকলেও তাদের আলোচনায় গুরুত্ব পেয়েছে মূলত যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ডই। ইউরোপীয়ান যেসব প্রতিষ্ঠান ইরানে ব্যবসা করছে, সেসব প্রতিষ্ঠানের জন্য ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত ক্ষতিকর হবে বলেও মনে করেন দুই নেতা।

একইভাবে রাশিয়ার সঙ্গে যৌথ প্রকল্পেও ইউরোপীয় কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের কারণে ক্ষতির হুমকিতে পড়েছে বলে তাদের আলোচনায় উঠে আসে।

আরটি।

এনএফ/এমএস

আরও পড়ুন