ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

তুর্কি সীমান্তে আইএস

প্রকাশিত: ০৮:০৭ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৪

তুরস্কের সীমান্তে অবস্থিত সিরিয়ার একটি গুরুত্বপূর্ণ কুর্দিস শহরে অবস্থান নিয়েছে আইএস (ইসলামিক স্টেট) সদস্যরা। এ ঘটনার পর মঙ্গলবার সীমান্ত এলাকায় ট্যাংক মোতায়েন করেছে তুর্কি সেনারা। খবর আলজাজিরার।

এদিকে মানবাধিকারকর্মীরা মঙ্গলবার ভোরে জানিয়েছে, সোমবার রাতভর চালানো মার্কিন বিমান হামলায় অন্তত দুই বেসামরিক নাগরিকসহ বেশ কয়েকজন আইএস সদস্য নিহত হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, উত্তর সিরিয়ার আইএস নিয়ন্ত্রিত মানবিজ শহরের মিল ও গুদামঘরে হামলা চালিয়েছে মার্কিন বিমান।

মানবাধিকারকর্মীরা জানিয়েছে, সোমবার তুরস্ক সীমান্ত সংলগ্ন কোবানে শহরের পাঁচ কিলোমিটারের মধ্যে প্রবেশ করে আইএস যোদ্ধারা। সেখানে তারা গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে কুর্দি সেনারা।

কুর্দি সেনাদের অভিযোগ, তুর্কি সীমান্তে আইএস যোদ্ধারা গোলাবর্ষণ করা সত্ত্বেও তুরস্কের এরদোগান সরকার এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।