ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কলকাতায় জঙ্গি সন্দেহে বাংলাদেশি যুবক গ্রেফতার

মনিকা সাহা | প্রকাশিত: ০৮:২৬ পিএম, ১২ মে ২০১৮

দিল্লি থেকে কলকাতায় নেমে আগরতলার বিমান ধরার সময় হোসেন মহম্মদ শোয়েব নামে একজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে কলকাতা বিমান বন্দর পুলিশ। শুক্রবার রাতে এ গ্রেফতারের ঘটনা ঘটে। ধৃত যুবক জঙ্গি সংগঠন এইএসের এজেন্ট বলে ভারতীয় গোয়েন্দা সংস্থা দাবি করছে। কলকাতার গণমাধ্যমের খবরেও এই তথ্য দেওয়া হচ্ছে।

ওই যুবকের বয়স ৩২ বছর। তার বাবার নাম আতর আলী ও মায়ের নাম শহিদা বিবি। ধৃতের বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার কচুয়া থানার চাতারকা গ্রামে। শুক্রবার রাতে ইন্ডিগো-৬৩৬১১৪ নামের একটি ফ্লাইটে (আসন নম্বর ৩০-বি) দিল্লি থেকে কলকাতা পৌছায় ওই যুবক।

সেখান থেকে তিনি আগরতলার বিমান ধরতে যাচ্ছিলেন। ঠিক তখনই তাকে সিআইএসএফ-এর জওয়ানরা তাকে জিজ্ঞাসাবাদ করায় নিজেকে প্রথমে মিজোরামের বাসিন্দা হিসাবে পরিচয় দেন এবং ভারতীয় পরিচয়পত্র আধার-কার্ডও দেখান। কিন্তু তার বিরুদ্ধে গোয়েন্দাদের কাছে আগেই খবর ছিল। গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে পরে স্বীকার করে যে তার বাড়ি বাংলাদেশে।

পুলিশ সূত্রের খবর, ধৃতের কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র ছাড়াও একটি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া গিয়েছে।

জেএইচ/জেআইএম

আরও পড়ুন