ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পাকিস্তান আফগানিস্তান ভারতে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:২৩ পিএম, ০৯ মে ২০১৮

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ এশিয়ার তিন দেশ পাকিস্তান, আফগানিস্তান ও ভারত। বুধবার স্থানীয় সময় বিকেল সোয়া ৪টার দিকে আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ৩৩৩ কিলোমিটার দূরে তাজিকিস্তান সীমান্তে ওই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

ভূমিকম্পে একযোগে তিন দেশ কেঁপে উঠলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, আফগান-তাজিকিস্তান সীমান্তের ১১১.৯ কিলোমিটার গভীরে ওই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৬ দশমিক ২ হলেও কম্পন অনুভূত হয়েছে পাকিস্তান ও ভারতের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশে। কেঁপে উঠেছে রাজধানী নয়াদিল্লিও।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স বলছে, ভূমিকম্পে কাবুলের ভবনগুলো কেঁপে উঠেছে। তবে তাৎক্ষণিকভাবে ভবন ধস বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এদিকে, নয়াদিল্লি ও ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরেও কম্পন অনুভূত হয়েছে। ভারতীয় আবহাওয়া অধিদফতরের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া বলছে, বুধবার বিকেল সোয়া ৪টার দিকে পাঞ্জাব, হরিয়ানা ও জম্মু-কাশ্মীরে ভূমিকম্প আঘাত হেনেছে।

দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, ভূমিকম্পে তারা এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়-ক্ষতির খবর পাননি।

এসআইএস/আরআইপি

আরও পড়ুন