ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

চীনের সাবেক শীর্ষ কর্মকর্তার যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:০৫ পিএম, ০৮ মে ২০১৮

চীনের কমিউনিস্ট পার্টির এক সাবেক শীর্ষ কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ঘুষ গ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন সান ঝেংকাই নামের ওই কর্মকর্তা।

কমিউনিস্ট পার্টির পুলিটব্যুরোর সাবেক সদস্য ছিলেন সান ঝেংচাই। তাকে একসময় শীর্ষ নেতৃত্বে এগিয়ে থাকা নেতা মনে করা হত। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানে চীনের যেসব শীর্ষ নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সান ঝেংচাই তাদের মধ্যে অন্যতম।

২৬ দশমিক ৭ মিলিয়ন ডলারেরও বেশি ঘুষ গ্রহণের দায়ে অপরাধী হিসেবে সাব্যস্ত হয়েছেন সান ঝেংচাই। চংকিং কমিউনিস্ট পার্টির ৫৪ বছর বয়সী এই সাবেক প্রধান নেতা গত এপ্রিলে তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নেন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, সান ঝেংচাইয়ের অবৈধ সম্পদ জব্দ করা হবে।

টিটিএন/জেআইএম

আরও পড়ুন