বোকো হারামের হাত থেকে ১ হাজার বন্দী উদ্ধার
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হাত থেকে এক হাজারের বেশি বন্দীকে উদ্ধার করা হয়েছে। দেশটির সেনাবাহিনী ওই বন্দীদের উদ্ধারের কথা জানিয়েছে।
সেনা মুখপাত্র ব্রি. জেনারেল টেক্সাস চুকু সোমবার এক ঘোষণায় জানান, বোর্নো স্টেটের চারটি গ্রাম থেকে ওই বন্দীদের উদ্ধার করা হয়েছে।
নাইজেরিয়া, ক্যামেরুন, চাদ, নাইজার এবং বেনিনের বহুজাতিক যৌথ টাস্ক ফোর্স বন্দীদের উদ্ধারে সহায়তা করেছে। বন্দীদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।
সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, বোকো হারামের বেশ কয়েকজন যোদ্ধাকেও উদ্ধার করা হয়েছে। তাদের জোর করে বোকো হারামের যোদ্ধা বানানো হয়েছিল।
নাইজেরিয়া এবং পার্শ্ববর্তী দেশগুলোতে নয় বছর ধরে স্বক্রিয় রয়েছে বোকো হারাম। সেখানে এ পর্যন্ত কয়েক হাজার মানুষকে অপহরণ বা জিম্মি করা হয়েছে। এদের মধ্যে অধিকাংশই কিশোরী এবং নারী।
গত কয়েক বছরে জঙ্গিদের সঙ্গে সংঘাতে ২০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এছাড়া জঙ্গিদের হাত থেকে বাঁচতে ২০ লাখের বেশি মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
টিটিএন/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ফেসবুক ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য সংগ্রহ, মেটাকে জরিমানা
- ২ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: এক নজরে দুই প্রার্থী
- ৩ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ৪ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৫ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?