ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কাশ্মিরে অভিযানে অধ্যাপকসহ ৫ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:২৮ পিএম, ০৬ মে ২০১৮

জম্মু-কাশ্মিরের সোপিয়ান এলাকায় পুলিশের অভিযানে হিজবুল মুজাহিদিনের পাঁচ জঙ্গি নিহত হয়েছেন। এদের মধ্যে একজন কাশ্মির বিশ্ববিদ্যালয়ের এক সহযোগী অধ্যাপক।

পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় নিহতদের মধ্যে হিজবুল মুজাহিদিনের নিহত সাবেক শীর্ষ নেতা বুরহান ওয়ানির ঘনিষ্ঠ এক শীর্ষ কমান্ডার রয়েছেন বলে এনডিটিভির খবরে জানানো হয়েছে।

রাজ্যের পুলিশ প্রধান শেস পল ভেইদ বলেন, সোপিয়ানের বাদিগামে অভিযান শেষ হয়েছে। পাঁচ জঙ্গির মরদেহ উদ্ধার করা হয়েছে।

মোহাম্মদ রাফি ভাট সমাজবিজ্ঞানের কাশ্মির বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ছিলেন। পুলিশ সূত্র এনডিটিভিকে জানায়, কয়েক বছর আগে তিনি জঙ্গি সংগঠনে যোগ দেন।

রাফি ভাট শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। ভাটকে আত্মসমর্পণে রাজি করাতে পুলিশ তার বাবা-মাকে গানডারবাল জেলা থেকে সোপিয়ানে নিয়ে এসেছিল। কিন্তু ভাট আত্মসমর্পণে রাজি হননি।

গণমাধ্যমকে সাইলেদ্র মিশ্র নামের এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, আমরা তাদের আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তারা আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানায়।

টিটিএন/আরআইপি

আরও পড়ুন