ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

হাওয়াই দ্বীপে জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ০৪ মে ২০১৮

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের কিলাউয়া আগ্নেয়গিরি থেকে লাভা উদগিরণ শুরু হয়েছে। ইতোমধ্যেই সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ওই এলাকা থেকে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

ওই এলাকার প্রায় ১ হাজার ৭শ বাসিন্দাকে ওই এলাকা ছাড়তে বলা হয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, লাভা উদগিরণ শুরু হয়েছে। ওই এলাকায় রাস্তায় লাভার স্রোত নেমে এসেছে। সেখানে সালফার এবং গাছ-পালার পুড়ে যাওয়ার গন্ধ পেয়েছেন বলেও জানান তিনি।

গত কয়েকদিন ধরেই কয়েক দফা শক্তিশালী ভূমিকম্পের পরই লাভা উদগিরণ শুরু হলো। যে কোনো সময়ই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের আগেই সতর্ক করেছে কর্তৃপক্ষ। ওই এলাকা ছেড়ে যাওয়ার জন্য আগে থেকেই প্রস্তুতি নেয়ার কথা জানানো হয়।

হাওয়াই দ্বীপের গভর্নর ডেভিড আইজিই বলেন, কয়েক হাজার মানুষকে ওই এলাকা থেকে সরিয়ে আনতে সক্রিয় ভূমিকা পালন করছে ন্যাশনাল গার্ডের সদস্যরা।

টিটিএন/পিআর

আরও পড়ুন