বিহারে বাস উল্টে আগুন, নিহত ২৭
ভারতের বিহার প্রদেশে যাত্রীবাহী বাস উল্টে আগুনে পুড়ে অন্তত ২৭ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছে আরো কমপক্ষে ৪ যাত্রী। বৃহস্পতিবার মুজাফফরপুর থেকে নয়াদিল্লির দিকে যাওয়ার পথে বিহারের মোতিহারি এলাকায় বাসটি উল্টে গেলে আগুন ধরে এ হতাহতের ঘটনা ঘটে।
বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী দিনেশ চন্দ্র যাদব দুর্ঘটনায় ২৭ যাত্রীর প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন।
কোতওয়া পুলিশ স্টেশনের কর্মকর্তা বিজয় সিনহা বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি থেকে মাত্র চার যাত্রীকে উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধারের পর চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের শরীরে দগ্ধ হওয়ার ক্ষত রয়েছে।
স্থানীয় গ্রামবাসী ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশের শীর্ষ ওই কর্মকর্তা বলেন, চলন্ত বাসটির সামনে হঠাৎ একটি মোটর সাইকেল চলে আসায়, সেটিকে বাঁচাতে গিয়ে বাসটি উল্টে যায়।
“বাসটি উল্টে রাস্তার নিচে পড়ে যায়। আটকে পড়া যাত্রীদের বের করে আনার আগেই প্রচণ্ড শব্দে বিস্ফোরণের পর আগুন ধরে যায়।”
অন্যদিকে, দুর্ঘটনাস্থলে ভারী বৃষ্টিপাত হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হয় বলে জানান বিজয় সিনহা।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
এসআইএস/পিআর