ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ব্রিটিশ রাজপরিবারের নতুন সদস্যের নাম প্রিন্স লুই

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৫২ এএম, ২৮ এপ্রিল ২০১৮

ব্রিটিশ রাজপরিবারের নতুন সদস্যের নাম রাখা হয়েছে লুই আর্থার চার্লস। ডিউক ও ডাচেস অব কেমব্রিজ দম্পতি নিজেই তাদের তৃতীয় সন্তানের নামকরণ করেছেন।

কেনসিংটন প্যালেসের একটি টুইট বার্তায় জানানো হয়েছে, রাজপরিবারের নতুন সদস্য পরিচিত হবে 'হিজ রয়্যাল হাইনেজ প্রিন্স লুই অফ কেমব্রিজ' নামে।

পিতামহ চার্লস ও লুই মাউন্টব্যাাটেনের নামানুসারে তার নাম রাখা হয়েছে। বাবা প্রিন্স উইলিয়াম আর বড় ভাই জর্জের নামের মাঝেও রয়েছে লুই নামটি।

United-Kingdom2

এই দম্পতির তৃতীয় সন্তান আর দ্বিতীয় পুত্রের জন্ম হয় ২৩ এপ্রিল লন্ডনের স্থানীয় সময় বেলা ১১টা এক মিনিটে। তাদের আরও একটি ছেলে ও মেয়ে রয়েছে। যাদের নাম জর্জ ও শার্লট।

লুই রানী দ্বিতীয় এলিজাবেথের ষষ্ঠ নাতি ও ব্রিটিশ রাজমুকুটের উত্তরাধিকারীর তালিকায় তার অবস্থান পঞ্চম।

United-Kingdom2

নতুন প্রিন্সের নামকরণ নিয়ে ব্রিটেনে অনেক বাজিও ধরা হয়েছে। বাজীকরদের প্রথম ধারণা ছিল, তার নাম হবে আর্থার। এরপরে তাদের বাজি ছিল জেমন আর ফিলিপের ওপর। লুই নামটি ছিল বাজীকরদের তালিকায় চতুর্থ।

ব্রিটেনের পরিসংখ্যান দফতরের তথ্য অনুযায়ী, দেশটিতে শিশুদের নামের তালিকায় লুই নামটির অবস্থান ৭১ তম।

এমবিআর/এমএস

আরও পড়ুন