জন্মস্থানের পথে আবদুল কালামের মরদেহ
ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের মরদেহ বিশেষ বিমানে করে দিল্লি থেকে তামিলনাড়ুর রামেশ্বরে নেয়া হচ্ছে। বুধবার সকালে জন্মভূমির উদ্দেশ্যে তার মরদেহ বহনকারী বিমানটি যাত্রা শুরু করেছে। রামেশ্বরেই শায়িত হবেন ভারতের এই কিংবদন্তী পরমাণু বিজ্ঞানী। খবর এনডিটিভির।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টায় রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন হবে। দাফন অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া দাফনে তামিলনাড়ুর অর্থমন্ত্রী, বিদ্যুৎমন্ত্রী, গৃহায়ণমন্ত্রীসহ আরো বেশ কয়েকজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার অংশ নেওয়ার কথা রয়েছে। এদিকে শারীরিক অসুস্থ্যতার কারণে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা কালামের দাফনে অংশ নিতে পারছেন না বলে এক বিবৃতিতে জানিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির সদ্য প্রয়াত আবদুল কালামের বাড়িতে তাকে শেষ শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক নেতা এবং সর্বস্তরের জনতা। আসামের রাজধানী গৌহাটি থেকে মঙ্গলবার কালামের মরদেহ দিল্লির পালাম বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে তাকে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি প্রণব মুখার্জী।
এর আগে সোমবার ৮৪বছর বয়সী আবদুল কালাম শিলংয়ের বি-স্কুলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এর ছাত্রদের উদ্দেশে বক্তৃতা দেয়ার সময় হঠাৎ পড়ে যান। তাৎক্ষণিক তাকে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়ার পর রাত পৌনে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কিংবদন্তী এই বিজ্ঞানীর মৃত্যুতে ভারতে রাষ্ট্রীয়ভাবে সাতদিনের শোক পালন করা হচ্ছে।
এসআইএস/পিআর