ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ট্রাম্পকে ‘ভয়াবহ পরিণতির’ হুমকি হাসান রুহানির

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:০২ পিএম, ২৪ এপ্রিল ২০১৮

ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির চুক্তি অক্ষুণ্ন রাখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি এর ব্যত্যয় ঘটে তাহলে ‘মারাত্মক পরিণতির মুখোমুখি’ হতে হবে যুক্তরাষ্ট্রকে।

টেলিভিশনে দেয়া এক ভাষণে হাসান রুহানি বলেন, ‘হোয়াইট হাউস যদি চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয় তাহলে ইরান সরকার দৃঢ়ভাবে এর প্রতিক্রিয়া দেখাবে।’

আরও পড়ুন : মেয়ে হয়েও ছেলের ভান করে ১৮ বছর পার

ইরানের সঙ্গে ছয় বিশ্ব শক্তির পারমাণবিক চুক্তি নবায়নে ট্রাম্পকে বেঁধে নির্ধারিত সময় ১২ মের অাগে তেহরান এ হুঁশিয়ারি দিলো।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ওই চুক্তিকে এ যাবৎকালের নিকৃষ্ট চুক্তি হিসেবে মন্তব্য করে তা বাতিল অথবা যুক্তরাষ্ট্র বেরিয়ে যাবে বলে মন্তব্য করেন।

আরও পড়ুন : তুরস্কে ভূমিকম্পে আহত ৩৯

এদিকে পরমাণু সমঝোতাচুক্তি অক্ষুণ্ন রাখতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। পরমাণু চুক্তি ইস্যুতে এ দুই প্রেসিডেন্ট মঙ্গলবার টেলিফোনে আলোচনা করেছেন।

সূত্র : আলজাজিরা, রয়টার্স।

এসআইএস/আরআইপি

আরও পড়ুন