ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পাইলট হতে চেয়েছিলেন আবদুল কালাম

প্রকাশিত: ০৯:৪১ পিএম, ২৮ জুলাই ২০১৫

ছাত্রাবস্থায় জীবনের যে লক্ষ্য নির্ধারণ করেছিলেন, তা পূরণ হয়নি ভারতের প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের। তবে লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়ে ভেঙে পড়েননি তিনি। আগের লক্ষ্যের চেয়ে আরো বড় লক্ষ্যে পৌঁছে গেলেন তিনি।

সফলতার অন্য এক গল্প। এ পি জে আবদুল কালাম হতে চেয়েছিলেন যুদ্ধ বিমানের পাইলট। কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়ে গেলেন রকেট বিজ্ঞানী। বিমান প্রকৌশলে পড়াশোনা করে ভারতের প্রথম মহাকাশযান তৈরিতে মুখ্য ভূমিকা রাখেন তিনি।

এ মহাকাশ যানের সাহায্যেই ১৯৮০ সালে ভারত তার প্রথম ক্ষেপণাস্ত্র রোহিণী উৎক্ষেপণ করে। ১৯৯৮ সালে ভারতের পোখরান-টু পারমাণবিক অস্ত্রের পরীক্ষার পেছনেও প্রধান ভূমিকা রেখেছিলেন তিনি।

বিএ