চীনে অগ্নিকাণ্ডে নিহত ১৮
চীনের দক্ষিণাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮ জন নিহত হয়েছে। স্থানীয় পুলিশ এবং রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে। খবর এএফপি।
মধ্যরাতের পর গুয়াংডং প্রদেশের কিনজিউয়ান শহরের একটি তিনতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
সামাজিক মাধ্যম ওয়েইবোতে কিনজিউয়ান শহরের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে ইচ্ছাকৃতভাবে ওই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে।
জননিরাপত্তা বিভাগ তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। তবে কোথায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা বিস্তারিতভাবে পুলিশের বিবৃতিতে জানানো হয়নি।
নিরাপত্তার বিষয়গুলো ভালোভাবে মেনে না চলায় চীনে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে ২০১৫ সালে একটি নার্সিং হোমে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৮ জন নিহত হয়। গত বছরের শেষের দিকে বেইজিংয়ে দু’টি অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৮ জনের বেশি মানুষ নিহত হয়।
টিটিএন/এমএস