ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মসজিদের পক্ষে দাঁড়িয়েছেন যে সাবেক ব্রিটিশ সৈনিক

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৩০ পিএম, ২৩ এপ্রিল ২০১৮

যুক্তরাজ্যের লিংকন শহরে গেলে ইয়ান ডুরান্টের বাড়িটি চোখে পড়বেই। তার বাড়ির সামনের বাগানে ২০ ফুট উঁচু দু’দুটি পতাকা ওড়ে। একটি ইংল্যান্ডের জাতীয় পতাকা; অন্যটি সেন্ট জর্জের ক্রসওয়ালা সাদা পতাকা যেটি ইংলিশ কট্টর জাতীয়তাবাদের প্রতীক হয়ে উঠেছে।

বিবিসিকে ইয়ান বলেন, আমি গর্বিত ইংরেজ। কিন্তু একইসঙ্গে বলেন, এই পতাকা দেখে অনেকে তার সম্পর্কে ভুল ধারণা পোষণ করে।

‘একদিন একজন এসে আমাকে বললো পতাকা টাঙ্গানোর জন্য আপনাকে অভিনন্দন। বলতে পারেন এই ব্লাডি মুসলিমদের নিয়ে কী করা যায়? আমি বললাম আপনি কি ন্যাশনাল ফ্রন্টের লোক? সে বললো হ্যাঁ। আমি তখন তাকে আমার সেনাবাহিনীর ভাষা ব্যবহার করে সোজা বেরিয়ে যেতে বললাম।

১০ বছর অপেক্ষা

সবুজ রংয়ের বিশাল গম্বুজওয়ালা মসজিদটি লিংকন শহরের অংশ হয়ে উঠতে শুরু করেছে। নির্মাণের অনুমতি চেয়ে স্থানীয় সরকারের কাছে আবেদন করার ১০ বছর পর আগামী কয়েকসপ্তাহের মধ্যে মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা। খরচ হয়েছে ২০ লাখ পাউন্ড।

শুরুর দিকে মসজিদ নির্মাণের কট্টরবিরোধী ছিলেন ইয়ান। নির্মাণের অনুমতি ঠেকাতে তিনি একটি আন্দোলনও গড়ে তুলেছিলেন। অবশ্য তিনি বলেন, তার আপত্তির প্রধান কারণ ছিল যানজট নিয়ে উদ্বেগ।

‘কোনো পার্কিং লট ছিল না। মাত্র ১২টি গাড়ি রাখার ব্যবস্থা রাখা হয়েছিল, অথচ আমি আশঙ্কা করছিলাম মসজিদ হলে ৯০টি গাড়ি এসে হাজির হবে।’

‘মসজিদ জ্বালিয়ে দেব’

পরিস্থিতি খুবই খারাপ চেহারা নিয়েছিল। যে জায়গায় মসজিদ নির্মাণের পরিকল্পনা করা হয়, সেখানে অগ্নিকাণ্ড ঘটে। জানা যায়নি কীভাবে আগুন লেগেছিল।

কট্টর মুসলিম বিরোধী দল ইংলিশ ডিফেন্স লীগ (ইডিএল) এবং ইস্ট অ্যাংলিয়ান প্যাট্রিয়টস নামে একটি কট্টর ডানপন্থী সংগঠন অন্তত তিনবার এই মসজিদের নির্মানের বিপক্ষে শহরে বিক্ষোভ মিছিল করে।

ইয়ানের মনে ভয় ঢুকে যায় যে তার মসজিদ বিরোধী প্রচারণা কট্টরপন্থীদের কবলে যাচ্ছে। ‘আমরা তখন সংবাদপত্রে চিঠি লিখে মানুষকে বলতে শুরু করলাম যে ইডিএলকে দেখলেই মুখ ফিরিয়ে চলে যাও...লিংকনের মানুষ সেটাই করেছে।’

‘গুজবের ছড়াছড়ি’

বার্মিংহাম বা লেস্টারের তুলনায় লিংকনে মুসলিমদের সংখ্যা অনেক কম। কিন্তু তারপরও যে মসজিদটি আগে ছিল, তাতে নামাজের জায়গা হতো না।

শুক্রবার জুমার নামাজে আড়াইশ’র মত মানুষ হতো। ফলে পাশের কোনো কমিউনিটি হল ভাড়া করতে হতো। নতুন মসজিদের আবেদনটি অনুমোদন না পাওয়ায়, পরবর্তীতে পরিত্যক্ত একটি দুগ্ধ খামারে মসজিদ তৈরির আরেকটি আবেদন করা হয় এবং সেটির অনুমোদন হয়ে যায়। কিন্তু তা নিয়েও শুরু হয়ে যায় সন্দেহ- এই মসজিদ তৈরির উদ্দেশ্য কি?

লিংকন ইসলামিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তানভির আহমেদ বলেন, বাতাসে গুজব ছড়াতে থাকে যে মসজিদ হলে, দিনে পাঁচবার মাইকে আজান দেয়া হবে।

সুতরাং ভুল ভাঙাতে তিনি মানুষের দ্বারে দ্বারে যেতে শুরু করেন। বোঝাতে লাগলেন যে মুসলিমদের উপস্থিতি কোনোভাবেই এখানকার জীবনধারা পরিবর্তন করবে না।

‘অনেক মানুষ আমাদের স্বাগত জানালেন, কিন্তু কিছু মানুষ খুশি ছিলেন না। আমরা লিফলেট হাতে দিলে সঙ্গে সঙ্গে তা ছুঁড়ে ফেলে দিতেন।’

এমনকী অনেক মুসলিমও তাকে সন্দেহের চোখে দেখতেন। আমার স্ত্রী আমাকে বলতে শুরু করে কেন তুমি এসব করছো? আমার নিরাপত্তা নিয়ে আমার সন্তানরা ভয়ে থাকতো।

এক পর্যায়ে ইয়ানের কাছে গেলেন তানভির। ইয়ান বললেন, ‘আমি ইসলাম সম্পর্কে কিছুই জানতাম না। একদিন একটি ইমেল পেলাম - আমরা কিছু আলোচনার ব্যবস্থা করছি, আপনি কি আসবেন? আমি গেলাম। খুবই ভালো লাগলো।’

তারপর থেকে তিনি এতোবার মসজিদের বিভিন্ন অনুষ্ঠানে গেছেন যে অনেক মানুষ তাকে এখন রাস্তায় দেখে চিনতে পারেন। ‘মুসলিমদের সঙ্গে কথা বলে, তাদের বন্ধুত্ব নিয়ে আমি এখন গর্ব করি। অনেক মানুষ এতে নাখোশ, আমি বলি- ওরাও আমাদের মতই মানুষ।’

‘আমি আমার জানালা দিয়ে বাম দিকে তাকালে গীর্জা দেখতে পাই, বাম দিকে তাকালে দেখি মসজিদ। লিংকনে পূর্ব এবং পশ্চিম একসঙ্গে মিলেছে।’

স্মরণ দিবসে মুসলিমরা
প্রথম বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে দিবসটি বহু ইংরেজের কাছে অনেক গুরুত্বপূর্ণ দিন। বিশেষ করে ইয়ানের মত সাবেক সেনারা সেদিন ফুল নিয়ে প্যারেড করে শহরের নিহতদের স্মরণে তৈরি বেদিতে যান।

২০১২ সালের স্মরণ দিবসের অনুষ্ঠানে তানভির এবং অন্য মুমলিমরা ফুল নিয়ে হাজির হলে, বিস্মিত হয়ে পড়েন ইয়ান এবং অন্যান্যরা। খুশি হয়েছিলেন তারা যে তানভির এবং অন্যরা নিজের ইচ্ছায় এই সমাজের অংশ হতে চাইছে।

অনেক মুসলিম পছন্দ করেনি কিন্তু তানভীর তাদের বোঝান, আমরা এ দেশে থাকি। এরা দেশকে বাঁচাতে জীবন দিয়েছে।

তানভীর মনে করেন একের উচিত অন্যের পবিত্র জায়গায় যাওয়া। আমরা যদি তাদের পবিত্র জায়গায় যাই তারা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। খোলাখুলি অনেক প্রশ্ন করতে পারে। তারা মসজিদে গেলে সেসব প্রশ্ন করতে কুণ্ঠা বোধ করে।

ভবিষ্যতের ভাবনা
মসজিদটি চালু হলে অনেক চিন্তামুক্ত হবেন তানভীর। কিন্তু তিনি জানেন, তার কাজ শেষ হয়নি। গত বছর সন্ত্রাসী হামলার পর, লিংকনের মুসলিমরা নতুন করে চাপে পড়েন। তানভীর নিজে গালি-গালাজের শিকার হয়েছেন। পুরনো মসজিদে ঢিল পড়েছে।

তিনি মনে করেন, স্থানীয় মুসলিমদের উচিত স্থানীয়দের সঙ্গে আরো বেশি করে মেশা। তার আশা- নতুন মসজিদে এমন একটি জায়গা রাখা হবে যেখানে অমুসলিমরা তাদের বিভিন্ন অনুষ্ঠান করতে পারবে।

‘অনেক মানুষ জানেই না মসজিদে কী হয়, তারা যদি মসজিদ প্রাঙ্গনে আসার সুযোগ পায়, আসে, তাহলে আমাদের সাথে সম্পর্ক তৈরি করতে তারা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে।’ বিবিসি বাংলা।

এসআইএস/এমএস

আরও পড়ুন