ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ধর্ষকের মৃত্যুদণ্ডের পক্ষে নন তসলিমা নাসরীন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:০৬ পিএম, ২৩ এপ্রিল ২০১৮

ধর্ষকের মৃত্যুদণ্ডের বিপক্ষে মত দিলেন ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরীন। তার মতে ধর্ষণ কোনো যৌন আচরণ নয়। বরং এটা একটি অন্যায়। তাই এটা সমূলে ধ্বংস করতে হবে। দেশে ধর্ষণ সংক্রান্ত মামলায় কঠিন শাস্তির বিধান আনতে চলেছে সরকার। ১২ বছরের নিচে কোনো শিশুকে ধর্ষণ করা হলে ধর্ষককে মৃত্যুদণ্ড দেয়া হবে।

শনিবার তসলিমা বলেন, কেউ ধর্ষক বা খুনী হয়ে জন্ম নেয় না। সমাজই তাদের এমন বানিয়েছে। নারীদের সম্পর্কে পুরুষের ধারণা বদলাতে হবে। মৃত্যুদণ্ড কখনও ধর্ষণের সমাধান নয়। সবারই বেঁচে থাকার অধিকার আছে। প্রত্যেকেরই ভালো মানুষ হওয়ার সুযোগ পাওয়া উচিত।

কেরালা অঙ্গরাজ্যে নিজের লেখা বই ‘স্প্লিট-এ লাইফ’ প্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তসলিমা। মৃত্যুদণ্ড দিলেই ধর্ষণ বা অন্য কোনও অপরাধ কমে যাবে না বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও ধর্ষণ কমছে না। তাই আমাদের ছেলেদের সঠিকভাবে শিক্ষা দিতে হবে। তাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাহলেই এ ধরনের অপরাধ থেকে তাদের দূরে রাখা যাবে।

টিটিএন/জেআইএম

আরও পড়ুন