ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আসামে বন্দী ১৫২ জনকে ফিরিয়ে নিচ্ছে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:৩১ এএম, ১৯ এপ্রিল ২০১৮

ভারতের আসাম রাজ্যে আটক ১৫২ বাংলাদেশিকে ফেরত নেয়ার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। তাদের আসামের চার বন্দী ক্যাম্প থেকে ফিরিয়ে নেয়া হবে।

এ ক্যাম্পগুলো আসামের গোয়ালপারা, কোকরাঝাড়, তেজপুর ও সিলচর জেলায় অবস্থিত।

গোয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনের কর্মকর্তারা বন্দী এই ১৫২ জনের জাতীয়তা যাচাই করেছেন এবং তারা দেশে ফিরে আসতে খুবই আগ্রহী।

তারা কোনো সুনির্দিষ্ট কাগজপত্র ছাড়াই ভারতে হয় এলোমেলো নয়তো মেয়াদ বাড়িয়ে অবস্থান করছিল।

বাংলাদেশের সহকারী হাইকমিশনার কাজী মুনতাসির মুর্শেদ জানান, বাংলাদেশ হাইকমিশন বাংলাদেশি বন্দীদের ফিরিয়ে নিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে লিখিতভাবে জানিয়েছে। আমরা আশা করছি, মন্ত্রণালয় থেকে এ বিষয়ে ক্লিয়ারেন্স পেলেই আগামী কয়েক এক সপ্তাহের মধ্যেই বন্দী নাগরিকদের ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করতে পারবো।

সূত্র: দ্য হিন্দু

এসআর/আরআইপি

আরও পড়ুন