ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন আশরাফ ঘানি

প্রকাশিত: ১০:২৫ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৪

আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন আশরাফ ঘানি আহমদজাই। নির্বাচনের  ৪ মাস পর সোমবার রাজধানী কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদে এক অনুষ্ঠানে শপথ নেন সাবেক এই অর্থমন্ত্রী।

বিবিসি অনলাইনে এক প্রতিবেদনে জানানো হয়, ২০০১ সালে তালেবান উৎখাতের পর এই প্রথম দেশটিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর হলো। যুক্তরাষ্ট্রের তালেবান বিরোধী অভিযানের পুরো সময়টাতেই প্রেসিডেন্ট হিসেবে দায়েত্ব ছিলেন হামিদ কারজাই। সেই  কারজাইয়ের স্থলাভিষিক্ত হবেন ঘানি।

নির্বাচনের ফল নিয়ে গত ৪ মাস ধরেই দেশটিতে উত্তেজনা-বির্তক চলছিল। শেষ পর্যন্ত সমঝোতার মাধ্যমে ঘানির নির্বাচনী প্রতিপক্ষ আবদুল্লাহ আবদুল্লাহ প্রধানমন্ত্রীর সমমর্যাদায় প্রধান নির্বাহীর পদ নিতে রাজি হন। সোমবার ঘানির পাশাপাশি তিনিও শপথ নিয়েছেন।

গত জুন মাসে আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন হয়। ওই নির্বাচনে উভয় প্রার্থী নিজেদের জয়ী দাবি করেন। এতে রাজনৈতিক সংকটে পড়ে আফগানিস্তান।

পরে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের প্রবল চাপে উভয় প্রার্থী ঐকমত্যের জাতীয় সরকার গঠনে রাজি হন। সংকট সমাধানে ঐকমত্যের জাতীয় সরকারে প্রধানমন্ত্রীর সমমর্যাদার প্রধান নির্বাহীর একটি নতুন পদ সৃষ্টি করা হয়। ভোট পুনর্গণনায় ঘানিকে জয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন।

শপথ অনুষ্ঠানে দেশের স্বার্থে ২ নেতা একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। নতুন এই সরকারকে সমর্থন দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই।