ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আদালতের নিষেধাজ্ঞায় নওয়াজ ও মরিয়ম নওয়াজ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ১৬ এপ্রিল ২০১৮

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়াম নওয়াজের বক্তব্য-বিবৃতি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছেন লাহোর হাইকোর্ট।

সোমবার হাইকোর্টের বিচারক বলেছেন, পাকিস্তান মুসলিম লীগ-এন (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফ, তার মেয়ে ও দলটির অন্যান্য নেতাদের বিচার-বিভাগীয় বিরোধী কোনো মন্তব্য টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা যাবে না।

লাহোর হাইকোর্টের বিচারপতি সৈয়দ মাজাহার আলী অাকবর নাকভি, বিচারপতি আতির মাহমুদ ও বিচারপতি চৌধুরী মাসুদ জাহাঙ্গীরের নেতৃত্বে তিন সদস্যের পূর্ণাঙ্গ বিচার বিভাগীয় বেঞ্চ ওই নিষেধাজ্ঞা জারি করেন।

পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি'কে (পারমা) আগামী ১৫ দিনের জন্য নওয়াজ শরিফ ও পিএমএল-এনের নেতাদের বক্তব্য-বিবৃতি প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া আদালতবিরোধী কোনো ধরনের অনুষ্ঠান সম্প্রচারের ব্যাপারে যথাযথ পর্যবেক্ষণ নিশ্চিত করতে পারমাকে ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছে লাহোর হাইকোর্ট।

সূত্র : ডন।

এসআইএস/পিআর

আরও পড়ুন