দেশের সেবায় ব্যস্ত থাকায় বিয়ে করেননি আবদুল কালাম
মিসাইলম্যান খ্যাত ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম ৮৩ বছর বয়সে সোমবার শিলংয়ের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। ২০০২ থেকে ২০০৭ সাল- এই পাঁচ বছর ভারতের রাষ্ট্রপতির পদে ছিলেন আবুল পকির জয়নুল আবেদিন আবদুল কালাম।
ভারতের এই মিসাইলম্যান অবিবাহিত জীবন কাটিয়েছেন। তিনিই ভারতের প্রথম চিরকুমার রাষ্ট্রপতি।
জীবনে বহুবার একটি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে আবদুল কালামকে। প্রশ্নটি হল জীবনে কেন বিয়ে করেননি? নিজের আত্মজীবনীতেও লিখেছেন এ প্রশ্নের উত্তর। মূলত দেশের সেবায় তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন। নিজের কাজ নিয়েই ব্যস্ত থেকেছেন। বইয়ে তিনি লিখেছেন, আমি পৃথিবীতে নিজের জন্য কিছুই রাখিনি। স্ত্রী, সন্তান কিংবা কোনো পার্থিব সম্পদ।
বিয়ের প্রসঙ্গ নিয়ে তিনি তার এক বন্ধুকে বলেছিলেন, আমি যদি বিয়ে করতাম, তবে জীবনে যা অর্জন করেছি, তার অর্ধেকও সম্পন্ন করতে পারতাম না।
আবদুল কালাম তার আত্মজীবনীতে লিখেছেন, আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি যা পরিকল্পনা করেছিলাম, তার ৬০-৭০ শতাংশই অর্জন করেছি। আমার লক্ষ্য কখনও থেমে থাকে না।
জীবনে কেন বিয়ে করেননি এ প্রশ্নের সর্বশেষ উত্তরে বলেছিলেন, আমি যৌথ পরিবার থেকে এসেছি। এরকম বিশাল পরিবারে একজন বিয়ে করল কি করল না তা খুব একটা বড় বিষয় না। তাছাড়া জীবনে কখনও অর্ধাঙ্গিনীর প্রয়োজন অনুভব করিনি। এনডিটিভি।
# ভারতে সাত দিনের রাষ্ট্রীয় শোক
# আবদুল কালামের শেষ টুইট
# এ পি জে আবদুল কালাম আর নেই
এআরএস/এমএস