ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

‘রাশিয়া টুইটার কূটনীতি করে না’

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:১৯ পিএম, ১২ এপ্রিল ২০১৮

সিরিয়ায় মার্কিন সামরিক পদক্ষেপ আসন্ন বলে রাশিয়াকে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি এ সতর্ক বার্তা দেয়ায় ক্রেমলিনের একজন মুখপাত্র বলেছেন, ‘রাশিয়া টুইটার কূটনীতি করে না।’

বৃহস্পতিবার রুশ সংবাদসংস্থা ইন্টারফ্যাক্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন, আমরা টুইটার কূটনীতিতে যোগদান করি না।

‘গুরুতর পন্থায় আমাদের সমর্থন আছে। আমরা ক্রমাগতভাবে বিশ্বাস করি যে, এমন পদক্ষেপ গ্রহণ না করাটাই গুরুত্বপূর্ণ; যা ভঙ্গুর একটি পরিস্থিতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।’

এর আগে, বুধবার সকালের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তা রাশিয়াকে সিরিয়ায় সুন্দর, নতুন এবং স্মার্ট ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত সর্বশেষ ঘাঁটিতে রাসায়নিক হামলার অভিযোগ উঠার পর ট্রাম্প ওই টুইট করেন।

ট্রাম্পের টুইটের জবাবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ‘স্মার্ট ক্ষেপণাস্ত্র সন্ত্রাসীদের দিকে ছুঁড়ে মারা উচিত, বৈধ (সিরিয়ার) সরকারের দিকে নয়; যে সরকার গত কয়েকবছর ধরে সিরীয় ভূখণ্ডে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে।’

পেশকভ বলেন, ২০১৫ সাল থেকে সিরিয়া সংঘাতে জড়িয়ে পড়েছে তার দেশ এবং তারা দেশটির প্রেসিডেন্ট বাসার আল আসাদের মিত্র। সিরিয়ার পূর্বাঞ্চলের ঘৌটার দৌমায় রাসায়নিক হামলার অভিযোগ মিথ্যা। এছাড়া সিরিয়ার বিরুদ্ধে যেকোনো ধরনের সামরিক পদক্ষেপের প্রেক্ষাপট হিসেবে এটিকে ব্যবহার করা যেতে পারে না।

সূত্র : আলজাজিরা।

এসআইএস/জেআইএম

আরও পড়ুন