ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বাবা-মায়ের মৃত্যুর চারবছর পর শিশুর জন্ম

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:১৫ পিএম, ১২ এপ্রিল ২০১৮

বাবা-মায়ের মৃত্যুর চারবছর পরে এক শিশুর জন্ম হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চীনে। চারবছর আগে শিশুটির বাবা-মা একটি গাড়ি দুর্ঘটনায় নিহত হন। একজন সারোগেট মায়ের গর্ভেই ওই শিশুটির জন্ম হয়েছে। খবর বিবিসি।

২০১৩ সালে ওই দম্পতি গাড়ি দুর্ঘটনায় মারা যান। তারা একটি হাসপাতালে বেশ কিছু ভ্রূণ জমা করে রেখেছিলেন। আইভিএফ-এর মাধ্যমে সন্তান জন্মদানের জন্যই ভ্রূণগুলো রেখেছিলেন তারা।

নিহত ওই দম্পতির পরিবারের সদস্যরা তাদের রেখে যাওয়া ভ্রূণ থেকে জন্মদান প্রক্রিয়ার অনুমতি পাওয়ার জন্য বেশ কিছু মামলায় লড়ে গেছেন। চীনে এ সংক্রান্ত কোনো আইন নাই। সেখানে গর্ভ ভাড়া করা আইনত দণ্ডনীয়। সে কারণেই নিহত ওই দম্পতির পরিবারের লোকজন লাওস থেকে এক নারীর গর্ভ ভাড়া নেন।

গত ডিসেম্বরে ওই সারোগেট মায়ের গর্ভেই শিশুটির জন্ম হয়। চলতি সপ্তাহে এই খবর প্রথম প্রকাশ করে বেইজিং নিউজ। নিহত দম্পতির রেখে যাওয়া ভ্রূণগুলো নানজিং হাসপাতালে মাইনাস ১৯৬ ডিগ্রি তাপমাত্রায় একটি তরল নাইট্রোজেন ট্যাংকের মধ্যে রাখা হয়েছিল।

টিটিএন/আরআইপি

আরও পড়ুন