ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

এ পি জে আবদুল কালাম আর নেই

প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ২৭ জুলাই ২০১৫

ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম আর নেই। মেঘালয় রাজ্যের শিলংয়ের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার স্থানীয় সময় রাত পৌনে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

৮৪ বছর বয়সী আবদুল কালাম শিলংয়ের বি-স্কুলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এর ছাত্রদের উদ্দেশে বক্তৃতা দেয়ার সময় হঠাৎ পড়ে যান। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়ার পর মারা যান কিংবদন্তি এ পরমাণু বিজ্ঞানী।

এ পি জে আবদুল কালামের জন্ম ভারতের তামিলনাড়ুতে, ১৯৩১ সালের ১৫ অক্টোবর। তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘ভারতরত্ন’ ছাড়াও ‘পদ্মভূষণ’ ও ‘পদ্মবিভূষণ’ খেতাবে ভূষিত।

গত ১৭ অক্টোবর ঢাকা সফরে এসে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) ১১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দিয়েছিলেন তিনি। তার পুরো নাম আবুল পাকির জয়নুল আবেদিন আবদুল কালাম।

## এ পি জে আবদুল কালামের মৃত্যুতে শোক
## ভারতে সাত দিনের রাষ্ট্রীয় শোক
## আবদুল কালামের শেষ টুইট

আরএস/এসএইচএস/বিএ