ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

দার্জিলিংয়ের জন্য মমতার পরিবেশবান্ধব প্রকল্প

প্রকাশিত: ০২:১৯ পিএম, ২৭ জুলাই ২০১৫

দার্জিলিংয়ের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের টান সব সময়ই দেখা গেছে। তাই অপার সৌন্দর্যের লীলাভূমি দার্জিলিংকে পরিবেশ বান্দব করতে বিশেষ প্রকল্প হাতে নিয়েছেন পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী। প্রকল্পটির নাম `ক্লিন অ্যান্ড গ্রিন`। খবর এই সময়ের।

মাথার উপরে খোলা আকাশ থাকলেও দার্জিলিংয়ের ভুবন বিখ্যাত ম্যালের তিন দিকেই এখন কংক্রিটের জঙ্গল। গোটা শহরে মাথা তুলছে বহুতল। পার্কিংয়ের কোনো ব্যবস্থা না থাকায় সড়কে তীব্র যানজট লেগেই থাকে। যেখানে-সেখানে প্লাস্টিকের স্তূপ। সার্বিক পরিবেশেকে দূষিত করছে।

দার্জিলিং শহরকে পরিষ্কার পরিচন্ন রাখা ছাড়াও যানজট মুক্ত করা এবং প্রচুর গাছ লাগিয়ে আরো সবুজ পরিবেশ গড়ে তোলা ওই প্রকল্পের প্রধান লক্ষ্য ।

এ জন্য পাহাড়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন মমতা। দার্জিলিং শহরে ৫৩ হাজার শৌচাগার তৈরির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে `ক্লিন অ্যান্ড গ্রিন` প্রকল্পে।  পাহাড়ি শহরটিকে যানজট মুক্ত করতে ইতোমধ্যে দুটি বহুতল পার্কিং নির্মাণের কাজ শুরু হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার।

শহরের বাসিন্দারা মনে করছেন ওই প্রকল্পের সঠিক বাস্তাবায়নে দার্জিলিংয়ের চেহারা অনেকটা পাল্টে যাবে। পর্যটকবান্ধব হয়ে ওঠবে সবুজের দার্জিলিং নগরী।

এসকেডি/এমআরআই