জঙ্গি ইস্যুতে সোমালিয়ার প্রশংসা করলেন ওবামা
আল শাবাব জঙ্গিদের বিরুদ্ধে সোমালিয়া সরকার এবং আফ্রিকান ইউনিয়নের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় এক অনুষ্ঠানে তিনি এ প্রশংসা করেন। খবর এনডিটিভির।
ওবামা বলেন, আল শাবাবের বিরুদ্ধে সোমালিয়া সরকার এবং আফ্রিকান ইউনিয়নের চাপ বজায় রাখতে হবে। কেননা এসব জঙ্গি মৃত্যু এবং ধ্বংস ছাড়া কিছুই করতে পারে না।
তিনি বলেন, ইথিওপিয়ানরা অত্যন্ত শক্তিশালী যোদ্ধা। এছাড়া কেনিয়া এবং উগান্ডার নাগরিকরা তাদের কাজের ব্যাপারে অত্যন্ত কঠোর। সুতরাং এ অঞ্চলে আমাদের (মার্কিন) সেনা পাঠানোর প্রয়োজন নেই।
এসআইএস/এমআরআই