ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

শত্রুর বিরুদ্ধে প্রতিরোধই একমাত্র উপায় : ইরান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৫০ পিএম, ০৯ এপ্রিল ২০১৮

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শক্তি, নিরাপত্তা, সম্মান এবং প্রয়োজনীয় মুহূর্তে শক্তি ব্যবহারের সামর্থ্যকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন।

বর্তমান বিশ্বে ইরানের অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে বর্তমান সময়ের অভূতপূর্ব সম্মিলিত শত্রুতার কারণ এই শাসনব্যবস্থার ক্রমবর্ধমান শক্তি। শত্রুরা এই শক্তিতে ভীত হয়ে পড়েছে এবং এ কারণে তারা শত্রুতা ও বিদ্বেষ বাড়িয়ে দিয়েছে। তিনি দেশটির প্রতিরক্ষা ক্ষেত্রে আরো সাফল্য অর্জন ও তা ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ইরানের এ সর্বোচ্চ নেতা এর আগে দেশটির একটি সামরিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের শক্তি ও প্রভাব বৃদ্ধি বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তিগুলোর ক্ষোভ ও অসন্তোষের মূল কারণ। ইসলামি বিপ্লব ইরানকে বর্তমান মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে এসেছে।

তিনি বলেন, শত্রুদের দৃষ্টিতে আমরা তাদের পথে কাঁটা হয়ে আছি এবং এ কারণে তারা আমাদের সরিয়ে দিতে চায়। তারা মধ্যপ্রাচ্যে ও এর বাইরের জাতিগুলোর মধ্যে ইরানের জনপ্রিয়তায় ভীত হয়ে পড়েছে এবং জাতিগুলোর প্রতিরোধ শক্তিকে দুর্বল করার চেষ্টা করছে।

ইরান কখনই মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টি ও সামরিক সংঘাতের পক্ষপাতী ছিল না। কিন্তু ইরান শত্রুদের এটা বুঝিয়ে দিয়েছ, যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে তারা প্রস্তুত এবং নিজের প্রতিরক্ষা সক্ষমতা আরো শক্তিশালী করার ক্ষেত্রে কারোর অনুমতির প্রয়োজন ইরানের নেই। শত্রুর হুমকি মোকাবেলায় নিজ প্রতিরক্ষা শক্তি রক্ষায় ইরান দু'টি লক্ষ্য নির্ধারণ করেছে।

তিনি বলেন, প্রথমত, ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য প্রতিরক্ষা শক্তিতে ইরান স্বয়ং সম্পূর্ণতা অর্জনের পথে হাঁটছে। ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বর্তমানে ইরানের প্রতিরক্ষা শক্তির অন্যতম মূল ভিত্তি। আর দ্বিতীয়ত, অত্যাধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সেনাবাহিনী গড়ে তোলা। বর্তমানে ইরানের সেনাবাহিনী বিশ্বের অন্যতম চৌকশ বাহিনী হিসেবে খ্যাতি অর্জন করেছে।

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র সাবেক প্রধান মাইক পম্পেও বলেছেন, ইরান আঞ্চলিক পরাশক্তি এবং মধ্যপ্রাচ্যে দেশটির যথেষ্ট প্রভাব রয়েছে। এ অবস্থায় ইরানকে মোকাবেলা করা প্রায় অসম্ভব। পার্সট্যুডে।

এসআইএস/আরআইপি

আরও পড়ুন