ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সিরিয়ার বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল : দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:২৯ পিএম, ০৯ এপ্রিল ২০১৮

সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশের সামরিক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েল চালিয়েছে বলে দাবি করেছে সিরিয়া এবং রাশিয়া। এ দুই দেশ বলছে, ইসরায়েল ওই ঘাঁটিতে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে; যার মধ্যে পাঁচটি ভূপাতিত করতে সক্ষম হয় সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, সোমবার দুটি ইসরায়েলি এফ-১৫ যুদ্ধবিমান লেবাননের আকাশ থেকে সিরিয়ার টি-ফোর বিমানঘাঁটিতে হামলা চালায়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আটটির মধ্যে পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

এর আগে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘সানা’ বলেছিল, বিমানঘাঁটিতে হামলার জন্য মার্কিন বাহিনীকে সন্দেহ করা হচ্ছে। এ হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। পরে সিরিয়ার সরকারি গণমাধ্যমে বলা হয়, ইসরায়েল এ হামলা চালিয়েছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কয়েক ঘণ্টা পরই এ হামলা হয়। দামেস্কের কাছে রাসায়নিক হামলা হয়েছে দাবি করে ট্রাম্প রোববার বলেন, এর জন্য সিরিয়া সরকারকে চড়া মূল্য দিতে হবে।

এসআইএস/এমএস

আরও পড়ুন