ইঞ্জিন ছাড়াই ১০ কিলোমিটার ছুটল ট্রেন (ভিডিও)
রাতের অন্ধকারে ইঞ্জিন ছাড়াই ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পাথরে বাধা পেয়ে থামল একটি ট্রেন। শনিবার রাতে ভারতের পূর্বাঞ্চলের উড়িষ্যা প্রদেশে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় রেলওয়ের অন্তত সাত কর্মকর্তাকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, আহমেদাবাদ-পুরি এক্সপ্রেসের যাত্রীরা শনিবার রাতে অলৌকিকভাবে বেঁচে গেছেন। ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ট্রেনটির ২২টি বগি। পরে দূরে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা রেললাইনের ওপর পাথরের স্তুপ গড়ে ট্রেনটি থামাতে সক্ষম হন।
কিন্তু তার আগে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই ট্রেন পাড়ি দিয়েছে প্রায় ১০ কিলোমিটার। এসময় যাত্রীরা ট্রেনের ছুটে যাওয়া বগিতে ছিলেন। ট্রেনের সব যাত্রীই নিরাপদে বেরিয়ে আসেন।
শনিবার রাতেই রেলওয়ের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। পরে সোমবার আরো পাঁচ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
ইঞ্জিন বদল করে ট্রেনটি উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর থেকে ৩৮০ কিলোমিটার দূরের তিতলাগর স্টেশন থেকে কালান্দি জেলার কেসিঙ্গার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল।
রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ‘ট্রেনটি যে ১০ কিলোমিটার পথ পাড়িয়ে দিয়েছে; সেই পথ ঢালু ছিল।’
ট্রেনটির স্টাফরা চাকার ব্রেক যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে না পারায় অদ্ভূত এই দুর্ঘটনা ঘটে বলে ভারতীয় রেলওয়ের পূর্বাঞ্চলের এক মুখপাত্র জানিয়েছেন।
সূত্র : এনডিটিভি।
এসআইএস/জেআইএম