ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ
ফিলিস্তিনে ইসরায়েলি সেনাবাহিনীর হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে লন্ডনে বিক্ষোভ হয়েছে। নানা বয়সী ও জাতির মানুষ এতে অংশ নেয়।
শনিবার দুই হাজারেরও বেশি লোক প্রধানমন্ত্রী থেরেসা মের সরকারি বাসভবনের কাছে ডাউনিং স্ট্রিটের বাইরে অবস্থান নেন। বিক্ষোভকারীদের মুখে স্লোগান ছিল ‘ফিলিস্তিন মুক্তি করো,’ প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধ বন্ধ কর’, ‘গাজা,হত্যা থামাও।’
গাজা সীমান্তে বিক্ষোভ চলাকালে ইসরায়েলি সেনাদের গুলিতে সাংবাদিক ইয়াসির মুর্তজাসহ ৯ ফিলিস্তিনি নিহত হওয়ার একদিন পর লন্ডনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হলো।
৩০ মার্চ ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গুলিতে ৩১ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
‘ফ্রেন্ডস অব আল-আকসা’, ‘প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন’, ‘প্যালেস্টাইন ফোরাম ইন ব্রিটেন’ এবং ‘স্টপ দ্য ওয়ার’ লন্ডনে এ বিক্ষোভের আয়োজন করে।
লন্ডনের পাশাপাশি যুক্তরাজ্যের ম্যানচেস্টার, ব্রিস্টল এবং শেফিল্ড শহরেও বিক্ষোভ হয়েছে।
সূত্র: আলজাজিরা
এসআর/এনএফ/এমএস