ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সিরিয়ায় স্থলবাহিনী পাঠাবে না তুরস্ক

প্রকাশিত: ০৯:৫৪ এএম, ২৭ জুলাই ২০১৫

তুরস্ক ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে লড়তে সিরিয়ায় কোনো স্থলবাহিনী পাঠাবে না বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আহমেদ দাভুতোগলু দেশটির একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে বলেন, বর্তমান অবস্থায় যদি তুরস্কের সামরিক শক্তি যথাযথভাবে প্রয়োগ করা হয় তাহলে সিরিয়া এবং ইরাকের অবস্থা পরিবর্তন হয়ে যাবে।

২০ জুলাই দিয়ারবাকি প্রদশে এক হামলায় তুরস্কের ৩২ নাগরিক প্রাণ হারায়। তুরস্ক এ হামলার জন্য আইএস জঙ্গিদের দায়ী করছে। এদিকে, রোববার তুরস্কের দক্ষিণাঞ্চলে গাড়ি বোমা হামলায় তুরস্কের দুই সেনা সদস্য নিহত হয়। এছাড়া এ ঘটনায় আহত হয় আরও অন্তত চারজন। সোমবার সকালে সিরিয়ার উত্তরাঞ্চলের একটি গ্রামে তুর্কি নিরাপত্তা বাহিনীর হামলায় অন্তত চার কুর্দি সদস্য আহত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওই গ্রামে হামলার সত্যতা নিশ্চিত করেছে।

এদিকে, তুরস্কের অনুরোধে ন্যাটো মহাসচিব মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আইএস ও কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক জরুরি বৈঠক আহ্বান করেছে। ন্যাটোর সদস্যভূক্ত ২৮টি  দেশ এ বৈঠকে বসার কথা রয়েছে।

এসআইএস/পিআর