ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

নিখোঁজ স্বামীর খোঁজ পেতে স্ত্রী হাঁটবেন ৬২ মাইল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:২৪ এএম, ০৫ এপ্রিল ২০১৮

নিখোঁজ স্বামীর সন্ধান পেতে ৬২ মাইল পদযাত্রার সিদ্ধান্ত নিয়েছেন এক চীনা নারী। লি ওয়েনজু নামের ওই নারীর স্বামী ছিলেন একজন আইনজীবী এবং পুলিশী নির্যাতনের বেশ কিছু মামলা তিনি দেখছিলেন।

তার স্বামী তিন বছরেরও বেশি সময় আগে রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের দ্বারা আটক হন। লি জানেন না তার স্বামী আদৌ বেঁচে আছে কি-না।

লি বিবিসিকে জানান, তার স্বামীকে রাষ্ট্রীয় বাহিনী আটক করেছে প্রায় এক হাজার দিন অর্থাৎ তিন বছরের বেশি সময় আগে। এরপর থেকে তিনি আর তার কোনো খোঁজই পাচ্ছিলেন না, এমনকি তার স্বামী জীবিত আছেন কি-না তাও নিশ্চিত নন তিনি।

এখন তিনি জানতে চান যে আসলে তার স্বামীর ভাগ্যে কী ঘটেছে। আর সে কারণে তার স্বামী ওয়াং কুয়ানঝ্যাং যেখান থেকে আটক হয়েছিল সেই তিয়ানজিন শহর অভিমুখে বেইজিং থেকে পদযাত্রা শুরু করেছেন তিনি। স্বামীর খবর পেতে এ যাত্রায় তার হাঁটার কথা রয়েছে অন্তত একশ কিলোমিটার বা ৬২ মাইল।

 

jagonews24

ওয়াং ২০১৫ সালে দেশব্যাপী পরিচালিত এক অভিযানের সময় আরও অন্তত দুশো অধিকার কর্মীর সাথে আটক হন।

ওই অভিযানটি পরিচিত হয়ে উঠেছিল ‘৭০৯’ অভিযান হিসেবে। কারণ জুলাইয়ের নয় তারিখে সেটি শুরু হয়েছিল।

অভিযানে যারা আটক হয়েছিল তাদের অনেককেই বড় অপরাধী হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছিল চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।

লি এখন তার ১২ দিনের পদযাত্রা করছেন কর্তৃপক্ষের ওপর চাপ তৈরির জন্য যাতে করে তিনি জানতে পারেন যে তার স্বামীর ক্ষেত্রে আসলে কী হয়েছে।

তার সন্দেহ যে তার স্বামীকে নির্যাতনের শিকার হতে হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘তারা (কর্তৃপক্ষ) আমাদের সব অধিকার কেড়ে নিয়েছে। একজন নির্দোষ মানুষকে এভাবে আটক করা এবং এক হাজার দিন ধরে বন্দী রাখা - আমি মনে করি এটি একটি নিষ্ঠুরতা। এটা নির্দয় ঘটনা।’

লি এ পদযাত্রায় সঙ্গী হিসেবে পেয়েছেন আরও একজন নারীকে যার স্বামীও একজন অধিকার কর্মী এবং তাকেও কারাদণ্ড দিয়েছিল কর্তৃপক্ষ।

এসআর/আরআইপি

আরও পড়ুন