ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইরাকে অাইএসের হাতে নিহত ৩৮ মরদেহ ভারতে

মনিকা সাহা | কলকাতা | প্রকাশিত: ০৯:০৫ পিএম, ০২ এপ্রিল ২০১৮

ইরাকের মসুলে অাইএস জঙ্গিদের হাতে নিহত ৩৮ জন ভারতীয়ের মরদেহ দেশটিতে নিয়ে আসা হয়েছে। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিংয়ের তত্ত্বাবধানে সোমবার দেহগুলো আনা হয়।

সোমবার দুপুরে মৃতদেহগুলো অমৃতসর বিমানবন্দরে মরদেহবাহী আইএএফ-এর এক বিশেষ বিমান অবতরণ করে। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন পাঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিং সিধু ও বিভিন্ন রাজ্যের আধিকারিকরা।

ইরাক সরকারকে ধন্যবাদ জানিয়ে ভি কে সিং বলেন, ‘নিহত ভারতীয়দের দেহগুলোর হদিস পাওয়া ও দেশে ফিরিয়ে আনতে ইরাক সরকার যথেষ্ট সাহায্য করেছে। এজন্য তাদের ধন্যবাদ ।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ রাজ্যসভায় গত ২০ মার্চ ঘোষণা দেন, ২০১৪ সালে মসুলে যে ৩৯ জন ভারতীয় নিখোঁজ ছিলেন, তাদের হত্যা করেছে জঙ্গিরা। তার এই বক্তব্যের পরই কেন্দ্রের বিরুদ্ধে সরব হয় কংগ্রেসসহ বাকি বিরোধী দলগুলো। এরপর ইরাক থেকে মরদেহগুলো দেশে ফেরাতে তৎপর হয় কেন্দ্র। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিংকে মসুলে পাঠানো হয়। সোমবার কফিনবন্দি মরদেহগুলো ভারতে নিয়ে আসেন তিনি।

জেডএ/এমএস

আরও পড়ুন