ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

এক টেবিলে বসছেন পুতিন-এরদোয়ান-রুহানি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:০৯ পিএম, ৩১ মার্চ ২০১৮

ত্রিপক্ষীয় সিরীয় সম্মেলনে বসছেন তুরস্ক, রাশিয়া ও ইরানের তিন রাষ্ট্রনেতা। শনিবার তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী ৪ এপ্রিল আঙ্কারায় এ তিন দেশের রাষ্ট্রপ্রধান সম্মেলনে অংশ নেবেন।

তুরস্ক-রাশিয়ার উচ্চ-পর্যায়ের সহযোগিতা পরিষদের সপ্তম এ সম্মেলন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উভয় দেশের বেশ কয়েকজন মন্ত্রী অংশ নেবেন।

বিবৃতিতে পরের দিন আক্কুইয়ুতে তুরস্কের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হবে বলে জানানো হয়েছে। ৫ এপ্রিল সিরিয়া ইস্যুতে আঙ্কারায় ত্রিপক্ষীয় সম্মেলনে অংশ নেবেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। সম্মেলনের ফাঁকে এরদোয়ান-রুহানি দ্বিপাক্ষিক এক বৈঠকে মিলিত হবেন।

আঙ্কারার আসন্ন এই সম্মেলনের আগে শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী মেভলুত কাভুসোগলু।

সূত্র : ডেইলি সাবাহ।

এসআইএস/জেআইএম

আরও পড়ুন