ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে সাংবাদিকদের জন্য চালু হচ্ছে পেনশন স্কিম

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:৫৩ এএম, ৩১ মার্চ ২০১৮

ভারতের পশ্চিমবঙ্গে সাংবাদিকদের জন্য পেনশন স্কিম চালু করছে রাজ্য সরকারের। বৃহস্পতিবার রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্য সরকারের তালিকাভুক্ত (অ্যাক্রিডিটেড কার্ডপ্রাপ্ত) সাংবাদিকদের মধ্যে যারা কমপক্ষে ১০ বছর কাজ করেছেন, তারা ৬০ বছর হওয়ার পর প্রতি মাসে ২ হাজার ৫০০ রুপি করে পেনশন পাবেন। এই পেনশনের অর্থ সংশ্লিষ্ট সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। সেই সঙ্গে যেসব সাংবাদিকের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পরিচয়পত্র নেই, তারাও ৬০ বছরের পর সংশ্লিষ্ট সংবাদপত্র বা সংবাদমাধ্যমে ১৫ বছরের কাজের প্রমাণ দেখাতে পারলে একই পেনশন পাবেন।

এর আগে এই রাজ্যে তালিকাভুক্ত সাংবাদিকদের জন্য চালু হয়েছে বিনা ভাড়ায় সরকারি বাসে চলাচল। এছাড়া টিকিটের অর্ধেক মূল্যে দেশব্যাপী রেলপথে চলার সুযোগ।

এমবিআর/এমএস

আরও পড়ুন