ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

রোহিঙ্গা প্রত্যাবাসনে সাড়া দিচ্ছে না মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ২৯ মার্চ ২০১৮

৮ হাজারের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবাসনে বাংলাদেশ থেকে তালিকা পাঠানো হলেও মাত্র ৬০০ জনকে ফেরত নেয়ার ব্যাপারে রাজি হয়েছে দেশটি। বৃহস্পতিবার বাংলাদেশের সরকারি এক কর্মকর্তা ফরাসি বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, কয়েকে হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠানোর তালিকা দেয়া হলেও মাত্র কয়েকশ জনকে ফেরতে অনুমোদন করেছে মিয়ানমার। তবে দীর্ঘ প্রতীক্ষিত এই প্রত্যাবাসন প্রক্রিয়া ঠিক কবে নাগাদ শুরু হবে সেব্যাপারেও কোনো ইঙ্গিত দেয়নি দেশটি।

rohingya-3

১০ লাখের বেশি রোহিঙ্গার মধ্যে থেকে মাত্র এক তৃতীয়াংশ রোহিঙ্গাকে প্রত্যাবাসনে গত নভেম্বরে বাংলাদেশ-মিয়ানমার ঐক্যমতে পৌঁছায়। তবে এই চুক্তি অনির্দিষ্টকালের জন্য থমেকে গেছে। প্রত্যাবাসনের প্রস্তুতি শুরু না হওয়ায় পরস্পরের বিরুদ্ধে দোষারোপ চলছে।

৮ হাজার ৩২ জন রোহিঙ্গাকে প্রত্যাবাসনে বাংলাদেশ থেকে একটি তালিকা পাঠানো হলেও মিয়ানমার ৬০০ জনেরও কম রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে। বর্তমানে ১০ লাখের বেশি রোহিঙ্গা মিয়ানমার সীমান্তের কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে দিন পার করছে।

rohingya-3

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশের শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম বলেছেন, কখন এই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে সেব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি মিয়ানমার। বিতর্কিত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে কিনা সেব্যাপারেও আশাবাদ পাওয়া যায়নি।

তিনি বলেন, এখন পর্যন্ত কোনো তারিখ নির্ধারিত হয়নি। কখন এই প্রক্রিয়া শুরু হতে পারে; এমন প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ বলেন, এ ব্যাপারে তার কোনো ধারণা নেই।

rohingya-3

বিতর্কিত রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া গত জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। তখন থেকেই থমকে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তির কার্যক্রম।

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানোর চুক্তির সমালোচনা করছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। তারা বলছে, নিপীড়িত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমরা মিয়ানমারে নিরাপদে থাকবে না।

গত বছরের ২৫ আগস্ট রোহিঙ্গা বিদ্রোহীদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনী রাখাইনের উত্তরাঞ্চলে ক্লিয়ারেন্স অপারেশন শুরু করার পর থেকে এখন পর্যন্ত প্রায় সাত লাখ রোহিঙ্গা প্রতিবেশি বাংলাদেশে পাড়ি জমিয়েছে। ১৯৭০’ র দশকের দিকে রাখাইনের দক্ষিণ এবং মধ্যাঞ্চলে মিয়ানমার সেনাবাহিনীর একই ধরনের অভিযানে আরো প্রায় তিন লাখ রোহিঙ্গা মুসলিম রাখাইন ছেড়ে আগেই বাংলাদেশে পালিয়েছে।

সূত্র : এএফপি।

এসঅাইএস/জেআইএম

আরও পড়ুন