ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

গুজরাটে ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:৫০ পিএম, ২৯ মার্চ ২০১৮

গুজরাটে ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার ভোর চারটায় গুজরাটের কচ্ছ জেলার ভাচাউয়ে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬। ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গুজরাটের জুনাগড়ে গত ২৩ জানুয়ারি ৩ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুনাগড়সহ পার্শ্ববর্তী জেলায় কম্পন অনুভূত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। গত বছর গুজরাটে বেশ কয়েকবার ভূমিকম্প আঘাত হেনেছে।

এর আগে ২০০১ সালে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে গুজরাটে। তীব্র কম্পনে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির মুখে পড়েছিল গুজরাট। ভূমিকম্পে প্রায় ২০ হাজারের মতো মানুষ প্রাণ হারায়। প্রায় এক লাখ ৬৭ হাজার মানুষ আহত হয়।

টিটিএন/আরআইপি

আরও পড়ুন