চীন সফরে কিম জিং উন
হঠাৎ করে বেইজিং সফরে গেছেন কিম জং উন। ২০১১ সালে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর এবারই প্রথম উত্তর কোরিয়ার বাইরে পা রাখলেন তিনি। সফরের বিষয়ে জানেন এমন তিনজনকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে ব্লুমবার্গ।
তবে কিমের এ সফর কতদিনের বা সেখানে কতদিন তিনি থাকবেন সেসব সম্পর্কে কিছু জানা যায়নি। যে তিনজন সফরের বিষয়ে জানিয়েছেন তাদের নামও প্রকাশ করা হয়নি।
কিম জং উনের চীনের রাজধানী সফরের কথা প্রথম ছড়ায় সোমবার। নিপ্পন টিভির একটি ফুটেজে দেখা যায়, ২০১১ সালে মৃত্যুর অল্প কিছু দিন আগে কিমের বাবা যে রকম দেখতে একটি ট্রেনে চীনে পৌঁছেছিলেন সেরকম একটি ট্রেন সোমবার বেইজিং পৌঁছেছে।
জাপানের কিয়োদা নিউজের খবরেও একই ধরনের ইঙ্গিত দেয়া হয়।
কিমের এই সফরের বিষয়ে যুক্তরাষ্ট্রেরও কোনো ধারণা নেই। হোয়াাইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি রাজ শাহ খবরের সত্যতার বিষয়ে কিছু জানাতে পারেননি।
এনএফ/পিআর