ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ফ্রান্সে আবারও জঙ্গি হামলা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:১২ পিএম, ২৩ মার্চ ২০১৮

ফ্রান্সে এক সুপার মার্কেটে বন্দুকধারীর হামলার পর জিম্মি সঙ্কট সৃষ্টি হয়েছে। হামলায় একজন নিহত হওয়ার খবর দিয়েছে বিবিসি ও রয়টার্স।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় থ্রেব শহরের ‘সুপার ইউ শপ’ নামের ওই মার্কেটে বেশ কয়েকজনকে জিম্মি করেছে একজন বন্দুকধারী। বন্দুকধারী নিজেকে আইএস সদস্য বলে দাবি করেছে। খবর পেয়ে তাৎক্ষণিক বড় ধরনের উদ্ধার অভিযানে নেমেছে ফরাসি পুলিশ।

এদিকে পরিস্থিতিকে ভয়ঙ্কর বলে বর্ণনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী এডোয়ার্ড ফিলিপ্পে। ঘটনাস্থলের পথে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড কলোম্ব।

ফ্রান্সের বার্তা সংস্থা এএফপিকে এক প্রত্যক্ষদর্শী বলেন, থ্রেবের সুপার শপে স্থানীয় সময় বেলা সোয়া ১১টায় এক বন্দুকধারী ঢুকে পড়ার পর গুলির শব্দ শোনা যায়।

ফরাসি সংবাদপত্র লা দেপেচে দু মিদির জানিয়েছে, আনুমানিক ৩০ বছর বয়সী সশস্ত্র হামলাকারীর সঙ্গে এক বা একাধিক গ্রেনেড রয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, সেখানে দুইজন নিহত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

স্থানীয় পুলিশ প্রধান জানান, ধারণা একজন মারা গেছেন তবে কোনও ডাক্তার নিয়ে সেখানে পরীক্ষা করা সম্ভব হয়নি। ওই এলাকা শত শত পুলিশ সদস্য ঘিরে রেখেছে।

উল্লেখ্য, ২০১৫ সালের পর থেকে বেশ কয়েকবার জঙ্গি হামলার শিকার হয়েছে ফ্রান্স। সে বছরের নভেম্বরে প্যারিসে এক হামলায় ১৩০ জন নিহত হলে জরুরি অবস্থা ঘোষণা করে ফ্রান্স। গত অক্টোবরে তা প্রত্যাহার করে নেয়া হয়। ওই মাসেই বন্দরনগরী মাসেই এর রেল স্টেশনে ছুরি হাতে ৩০ বছর বয়সী এই আফ্রিকান নাগরিক হামলা চালালে দুই নারী নিহত হয়। জঙ্গি গোষ্ঠী আইএস হামলাকারীকে নিজেদের সদস্য বলে দাবি করে।

এএইচ/পিআর

আরও পড়ুন