ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সিরিয়া যুদ্ধ : পরিবারসহ শহর ছাড়ছে বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:০৬ পিএম, ২২ মার্চ ২০১৮

সরকারের সঙ্গে সম্পাদিত একটি উদ্বাসন চুক্তির আওতায় সিরিয়ার পূর্বাঞ্চলের বিচ্ছিন্ন ঘৌতার একটি শহর পরিবারসহ ছাড়তে শুরু করেছে সেখানকার বিদ্রোহীরা।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে এখনও পর্যন্ত ৮৮ বিদ্রোহী ও ৪৫৯ বেসামরিক নাগরিক হারাস্তা ছেড়েছে।

আশরার আল-শাম নামে একটি বিদ্রোহী গোষ্ঠীর দেড় হাজার যোদ্ধা ও ৬ হাজার বেসামরিক নাগরিককে হারাস্তা থেকে বিদ্রোহীদের শক্ত ঘাঁটি ইদলিবে নেয়া হবে।

ঘৌতার এ অঞ্চলে মাসখানেক আগে সরকারপন্থি বাহিনীর অভিযান শুরুর পর এটিই প্রথম উদ্বাসন চুক্তি যাতে দু’পক্ষ সম্মত হতে পেরেছে।

পর্যবেক্ষণকারী একটি সংস্থার হিসাবে অভিযান শুরুর পর এ পর্যন্ত দেড় হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এ ছাড়া পায়ে হেঁটে অবরুদ্ধ এলাকা থেকে ছেড়েছেন ৫০ হাজার মানুষ।

সিরিয়া সরকারের মিত্র রাশিয়ার মধ্যস্থতায় এ উদ্বাসন চুক্তি সম্ভব হয়েছে। বৃহস্পতিবার সকালে বন্দী বিনিময়ের মধ্যে দিয়ে চুক্তি কার্যকর হয়েছে।

রাষ্ট্রীয় টিভিতে বলা হয়েছে বিদ্রোহীদের হাতে বন্দী ১৩ জন মুক্ত হয়েছেন। এ ১৩ জনের একজনের সাক্ষাৎকার নেয়া হয়েছে ওই টেলিভিশন চ্যানেলে। সেখানে তিনি নিজের মুক্তদশার জন্য আল্লাহ ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন।

সানা নিউজ এজেন্সির খবর অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত বাসে করে ৫৪৭ জন হারাস্তা ছেড়েছেন।

আগে হারাস্তা নিয়ন্ত্রণ করে আসা আহরার আল-শাম নামে একটি বিদ্রোহী গোষ্ঠী ইদলিব অভিমুখে তাদের নিরাপদ পথের বিনিময়ে হারাস্তায় অস্ত্র ফেলে যেতে রাজি হয়েছে।

আরও বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে একই ধরনের চুক্তি সম্পাদনের ভাবনা চলছে।

সূত্র : বিবিসি।

এনএফ/পিআর

আরও পড়ুন