ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মোটা ও শিশুদের বিজনেস ক্লাসে নেবে না থাই এয়ারওয়েজ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:১১ পিএম, ২২ মার্চ ২০১৮

মোটা লোকজন এবং শিশুদের বিজনেস ক্লাসে নেবে না থাই এয়ারওয়েজ। নিজেদের নতুন নীতিমালায় এমন কথা জানিয়েছে সংস্থাটি। থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, তাদের বোয়িং ৭৮৭-৯ বিমান মোটা লোকজন এবং শিশুদের বহনে নিষেধাজ্ঞা আনা হয়েছে।

অতিরিক্ত মোটা লোকজন বিমানের সিট বেল্ট বেল্ট বাধতে পারেন না। কারণ অনেক সময়ই তাদের শরীরের তুলনায় সিট বেল্ট ছোট থাকে। একই ধরনের ঘটনা ছোট বাচ্চাদের ক্ষেত্রেও ঘটে থাকে।

ফলে বিমান আরোহীদের নিরাপত্তার কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে থাই এয়ারওয়েজ। শুক্রবার সংস্থাটির নিরাপত্তা এবং মানন্নোয়ন দপ্তরের ভাইস প্রেসিডেন্ট প্রথানা প্রত্তনাসিরি জানিয়েছেন, কোমরের আয়তন ৫৬ ইঞ্চির বেশি এমন লোকজন থাই এয়ার ওয়েজের বিমানে উঠতে পারবেন না।

কারণ এর চেয়ে বেশি ওজনের লোকজন বিমানের নতুন সিলবেল্টে বাধতে পারবেন না। বিমানের বিজনেস ক্লাসে ছোট বাচ্চা কোলে নিয়েও ওঠা যাবে না বলে জানিয়েছেন তিনি।

টিটিএন/পিআর

আরও পড়ুন