ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আবারও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:০৪ এএম, ১৯ মার্চ ২০১৮

রোববারের প্রেসিডেন্ট নির্বাচনের আশানুরূপ জয়ের পর আবারও ছয় বছর রাশিয়া শাষণ করতে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী হিসেবে ১৯৯৯ সাল থেকে রাষ্ট্র পরিচালনা করে আসছেন তিনি।

আনুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, পুতিন ৭৬ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যালেক্সি নেভালনি নির্বাচনে অংশই নিতে পারেননি।

পুতিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থী দলের নেতা পাভেল গ্রুদিনিন পেয়েছেন ১২ শতাংশ ভোট। এ ছাড়া সাবেক এক টেলিভিশন উপস্থাপক সেনিয়া সেবচাক ২ শতাংশ এবং ভ্লাদিমির ঝিরিনভস্কি পেয়েছেন ৬ শতাংশ ভোট।

পুতিনের ক্যাম্পেইন টিমের সদস্যরা এটাকে ‘অবিশ্বাস্য জয়’ হিসেবে দেখছেন। পুতিন বলছেন এ জয় ‘ভোটারদের বিগত কয়েক বছরের সাফল্যের স্বীকৃতি।’

এফএ/এনএফ/জেআইএম

আরও পড়ুন