ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মহাকাশ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া!

প্রকাশিত: ১০:৪৭ এএম, ২৫ জুলাই ২০১৫

রাশিয়া নতুন মহাকাশ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করছেন মার্কিন সামরিক পর্যবেক্ষকরা। গত বছরের মে মাস থেকে তিনটি যোগাযোগ কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে ক্রেমলিন। কিন্তু মার্কিন সামরিক বিশ্লেষকদের ধারণা, রাশিয়া এগুলো পরীক্ষামূলক অস্ত্র পাঠিয়েছে।

কসমস-২৪৯১, ২৪৯৯ এবং ২৫০৪ নামের তিন কৃত্রিম উপগ্রহকে যোগাযোগ উপগ্রহ হিসেবে  মহাকাশে পাঠানো হয়েছে। এগুলো রোডনিক যোগাযোগ উপগ্রহের পর্যায়ে পড়ে বলে উল্লেখ করেছে ক্রেমলিন। সাধারণভাবে এ জাতীয় যোগাযোগ উপগ্রহ তিনটি করেই মহাকাশে পাঠানো হয়। কিন্তু এ ক্ষেত্রে চতুর্থ উপগ্রহ পাঠানো হয়েছে বলে আমেরিকাকে জানিয়েছে রাশিয়া।

রাশিয়া গত দেড় বছরে আকারে ছোট-ফ্রিজের সমান আরো দুটি রহস্যময় বস্তু মহাকাশে পাঠিয়েছে। তীব্র গতি সম্পন্ন এ সব উপগ্রহ অন্যান্য উপগ্রহের বেশ কাছাকাছি যেতে সক্ষম। ফলে অন্যান্য উপগ্রহের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা যেমন চালাতে পারবে প্রয়োজনে সেগুলোকে ধ্বংস বা ছিনতাই করতেও পারবে বলে আশংকা করছেন মার্কিন পর্যবেক্ষকরা।

কেবল রাশিয়া একক ভাবেই একাজ করছে না। বরং আমেরিকা, জাপান, চীন এবং সুইডেন এরই মধ্যে এ জাতীয় পরীক্ষা চালিয়েছে।

এসআইএস/আরআই