তিন আরোহী নিয়ে থাই হেলিকপ্টার নিখোঁজ
মিয়ানমারে দুই পর্বতারোহীকে উদ্ধারে যাওয়া থাইল্যান্ডের একটি হেলিকপ্টার নিখোঁজ হয়ে গেছে। থাই কর্তৃপক্ষ রোববার এ তথ্য জানিয়েছে। খবর এপি’র। হেলিকপ্টারটিতে এক থাই বিমানচালকসহ তিন আরোহী রয়েছে।
হুতু ফাউন্ডেশন জানিয়েছে, হেলিকপ্টারটি গত শনিবার মিয়ানমারের উত্তরের কোচিন রাজ্যের পোতাও বিমানবন্দর থেকে উড়ে যায়। আগস্টের ৩১ তারিখে দক্ষিণ এশিয়ার অন্যতম উচ্চ চূড়ায় মিয়ানমারের দুই পর্বতারোহী নিখোঁজের পর তাদের জন্য খাদ্য ফেলতে হেলিকপ্টারটি রওয়ানা হয়েছিল।
ফাউন্ডেশনটি এ পর্বতারোহণ পরিচালনা করছে। কর্তৃপক্ষ জানিয়েছে, হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।