ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সিরিয়া ও ইরাকে তুরস্কের হামলা

প্রকাশিত: ০৯:২৯ এএম, ২৫ জুলাই ২০১৫

সিরিয়ায় আইএস সদস্যদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তুরস্ক। একইসঙ্গে ইরাকের কুর্দি যোদ্ধাদের লক্ষ্য করেও হামলা চালিয়েছে দেশটি। আইএসের হামলায় তুরস্কে ৩২ জন নিহত হওয়ার এক সপ্তাহ পর শুক্রবার এ হামলা চালানোর কথা জানিয়েছে দেশটির সরকার। খবর বিবিসির।

শনিবার তুরস্ক সরকারের এক বিবৃতিতে বলা হয়, ইরাকের উত্তরাঞ্চলে পিকেকের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরাকের এ অঞ্চলটিতে পিকেকের উচ্চ পর্যায়ের নেতারা অবস্থান করে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে সিরিয়ায় বিমান হামলা চালানোর বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি তুরস্ক।

তুরস্কের স্বাধীনতাকামী গোষ্ঠী পিকেকে স্বাধীন রাষ্ট্রের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করছে। এ গোষ্ঠীকে তুরস্কে নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, তুরস্কে শুক্রবার শতাধিক আইএস সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এরপর হামলা চালালো দেশটি।

এসআইএস/এমএস