ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ঘর ভাঙছে ট্রাম্প জুনিয়রের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:৫৫ পিএম, ১৬ মার্চ ২০১৮

স্ত্রীকে ডিভোর্স দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র। বৃহস্পতিবার ম্যানহাটনের সুপ্রিম কোর্টে ডিভোর্সের আবেদন জানিয়েছেন জুনিয়র ট্রাম্প এবং তার স্ত্রী ভানেসা। খবর নিউ ইয়র্ক টাইমস।

২০০৫ সালে জুনিয়র ট্রাম্প বিয়ে করেন মডেল ও অভিনেত্রী ভানেসাকে। তাদের ৫ সন্তান রয়েছে। ১২ বছর একসঙ্গে থাকার পর জুনিয়র ট্রাম্প ও তার স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। ভানেসা আবার বিবাহ বিচ্ছেদের জন্য দায়ী করেছেন জুনিয়র ট্রাম্পের ব্যস্ততাকে।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজে ব্যস্ত হয়ে পড়ায় স্ত্রী ও পরিবারকে যথেষ্ট সময় দিতে পারছেন না জুনিয়র ট্রাম্প। যদিও যৌথ বিবৃতিতে জুনিয়র ট্রাম্প ও ভানেসা বলেছেন, ১২ বছর একসঙ্গে কাটানোর পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে পরিবার ও পরস্পরের প্রতি তার শ্রদ্ধাশীল থাকবেন বলেও জানিয়েছেন। এক বিবৃতিতে দু’জন বলেন, আমাদের পাঁচ সন্তান রয়েছে। আমাদের কাছে বরাবরই এটাই অগ্রাধিকার পাবে। পুরো ব্যাপারটাই একান্ত ব্যক্তিগত।

তারা দু’জনেই শান্তিপূর্ণভাবে বিচ্ছেদ চাইছেন। ভেনিসা ‘আনকনটেস্টেড ডিভোর্সের’ আবেদন করায় আইনী প্রক্রিয়া চলার সময় সন্তানদের হেফাজত এবং সম্পদ নিয়ে কোনো শুনানি হবে না। তবে জুনিয়র ট্রাম্পের বিবাহ বিচ্ছেদের খবর ফাঁস হতেই মুখরোচক গল্পে ভরে গেছে সামাজিক মাধ্যম। অনেকেই বলছেন, যেমন বাবা, তেমন ছেলে। বাবার দেখানো পথেই হাঁটছেন জুনিয়র ট্রাম্প। বাবার যোগ্য উত্তরসূরী হয়ে উঠবেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পেরও ২ বার বিবাহ বিচ্ছেদ হয়েছে। তার তৃতীয় স্ত্রী মেলানিয়া। ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানার সন্তান জুনিয়র ট্রাম্প।

টিটিএন/এমএস

আরও পড়ুন