ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে প্রতি মাসে ২৯টি গণ-গুলিবর্ষণের ঘটনা ঘটে

প্রকাশিত: ০৭:৩০ এএম, ২৫ জুলাই ২০১৫

আমেরিকায় চলতি বছরের এ পর্যন্ত অন্তত ২০৪টি গণ-গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার লুইজিয়ানা অঙ্গরাজ্যের একটি সিনেমা হলে গণ-গুলিবর্ষণের ঘটনাকেও  হিসাবে ধরা হয়েছে। এ হিসাব থেকে দেখা যাচ্ছে দেশটিতে গড়ে প্রতিমাসে ২৯টির বেশি গণ-গুলিবর্ষণের ঘটনা ঘটছে।
 
‘মাস শুটিং ট্রাকার’ নামের আগ্নেয়াস্ত্র বিরোধী একটি সংস্থার বরাত দিয়ে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এ খবর দিয়েছে।
 
এতে বলা হয়েছে, বৃহস্পতিবারের ঘটনায় অন্তত তিন জন নিহত এবং সাতজন আহত হয়েছে। পুলিশ বলেছে, ৫৮ বছর বয়সী এক শ্বেতাঙ্গ আত্মহত্যা করার আগে সিনেমা হলে এলোপাথাড়ি গুলি চালায়। আহত কয়েকজনের অবস্থা গুরুতর বলেও জানানো হয়েছিল।
 
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, এপ্রিলে ১৮টি, মে মাসে ৩৯টি, জুনে ৪১টি এবং চলতি মাসের এ পর্যন্ত ৩৪টি গণ-গুলিবর্ষণের ঘটনা আমেরিকায় ঘটেছে।
 
মার্কিন যুক্তরাষ্ট্রে এ জাতীয় ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের প্রবণতা হ্রাসের তেমন কোনো সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেছে দৈনিকটি।

এসকেডি/এমএস