ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পাকিস্তানে ৫.১ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত: ০৫:৫২ এএম, ২৫ জুলাই ২০১৫

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫ দশমিক ১। খবর বিবিসির।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ইসলামাবাদ থেকে ১৫ কিলোমিটার দূরে ভূপৃষ্টের ২৬ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল।

তবে এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রাজধানীর বাসিন্দারা ভবন ও যানবাহনে কম্পন অনুভব করেছেন বলে জানিয়েছেন।

এর আগে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ২০০৫ সালের ৮ অক্টোবর ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৭৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন।

এসকেডি/এমএস