টিলারসনকে বরখাস্ত করলেন ট্রাম্প
পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে রেক্স টিলারসনকে সরিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সিআইএ পরিচালক মাইক পম্পেওকে পররাষ্ট্র দফতরের দায়িত্ব দেয়া হয়েছে। মঙ্গলবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবারই টিলারসনকে দায়িত্ব ছাড়ার জন্য বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেজন্য আফ্রিকা সফর সংক্ষিপ্ত করে সোমবার দেশে ফিরে আসেন টিলারসন।
দায়িত্বপালনের জন্য টিলারসনকে ধন্যবাদ জানিয়েছে ট্রাম্প বলেন, পম্পেই নতুন দায়িত্বে ভালো কাজ করবেন।
এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে গিনা হ্যাসপেলকে।
এক বিবৃতিতে ট্রাম্প বলেন, সিআইএ পরিচালক মাইক পম্পেওকে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়ে আমি গর্বিত। ওয়েস্ট পয়েন্টে প্রথমস্থান নিয়ে স্নাতক শেষ করেছেন। সেনাবাহিনীতে দায়িত্বপালন করেছেন। হার্ভাড থেকে আইনে স্নাতক করেছেন। তিনি বারবার নিজেকে প্রমাণ করেছেন।
এএইচ/এমএস